শান্তি মোড়ের চেকপোস্টো যাত্রী পথচারীদের
জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। এসময় ওই পথচারী সঠিক কারন দেখাতে না পারলে, তাকে বাড়ি ফিরে
যেতে বলা হয়। বারোঘরিয়িার দায়িত্বরত পুলিশ সদস্য জানান, সড়কে গাড়ির চাপ থাকায় পুলিশ
চেকপোস্টের সংখ্যা বেড়েছে। চিকিৎসার উদ্দেশ্যে ও জরুরি সেবা নিতে যাওয়া যাত্রীর সংখ্যা
বেশি। তবে উপযুক্ত কাগজপত্র দেখালে যেতে দেয়া হচ্ছে।
এদিকে প্রধান সড়কে কড়াকড়ি থাকলেও অলি-গলিতে
অনবরত চলাফেরা করছেন সাধারণ মানুষ। খোলা আছে সব ধরনের দোকান, চলছে বারোয়ারি গাড়ি। বিভিন্ন
এলাকায় জমে উঠেছে অস্থায়ী ভ্যানবাজার। বেশকিছু মহল্লায় বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হলেও
মানছেন না জনসাধারণ।
