চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যার জেলা হাসপাতালে মোট ৯ জন ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১ জন সুস্থ হয়ে বাঢ়ি ফিরে গেছেন।বাকি ৮ জনকে তাদের ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন।
এদিকে জেলায় গত ৭২ ঘন্টায় নতুন করে আরো ২৪ জন
করোনা রোগী সনাক্ত হয়েছে। এই পর্যন্ত জেলায় ৯০০ জনের দেহে করোনা ভাইরাসটি শনাক্ত
হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৫ দিন থেকে জেলা হাসপাতালে
করোনা ওয়ার্ডে ৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৬ জনের উপসর্গ পাওয়া গেছে।
বাকী ২ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে আর ১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।
এদিকে রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা যাদের দেহে
করোনা শনাক্ত হয়েছে। তাদের উপসর্গ না থাকায় তাদের নিজ নিজ বাড়িতে হোম
কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৯০০
জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৮১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা
গেছে ১৪ জন।
