চাঁপাইনবাবগঞ্জের জেলার অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘আমার চাঁপাই’ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (৩ এপ্রিল) সকালে আমার চাঁপাই অফিসে কেক কাটার আয়োজন করা হয়।
আমার চাঁপাই এর সম্পাদক ও মডেল প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে বর্ষপুর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদসহ অন্যরা।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমার চাঁপাই এর নির্বাহী ও বার্তা সম্পাদক মেহেদী হাসান শিয়াম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘আমার চাঁপাই’ অনলাইন পোর্টালটি অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাসী পোর্টালটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাজের বিভিন্ন দুর্নীতি, দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আমার চাঁপাই মূলধারার খবর পরিবেশনের পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্বারোপ করেন তারা।


