Apr 11, 2021

চাঁপাইনবাবগঞ্জে সাহিত্য পরিষদের দায়িত্ব হস্তান্তর


"সাহিত্যিক আর সাহিত্যের সমৃদ্ধিই আমারদের অঙ্গিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার ( ১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জাতীয় সাহিত্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর মাযহারুল ইসলাম তরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সম্পাদক অধ্যক্ষ মেঃ সাইদুর রহমানের দায়িত্ব গ্রহণ করেন একুশে টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি কবি আমিনুল ইসলাম তন্ময়।

এ সময় জাতীয় সাহিত্য পরিষদ জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে নয়া সম্পাদককে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান অনুষ্ঠানের সভাপতি,প্রধান অতিথিবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com