Apr 8, 2021

চাঁপাইনবাবগঞ্জের দোকানীরা খুশি


চাঁপাইনবাবগঞ্জের দোকানীদের মুখে হাসি ফুটেছে। সপ্তাহব্যাপী লক-ডাউনের কারনে অনেক দোকানীরা দোকান খুলতে না পারায় ক্ষোভ জন্মেছিলো তাদের মনে। আগামিকাল শুক্রবার থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা থাকবে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এ কারনে জেলার দোকানীরা অনেক খুশি।

মুদি দোকানী তোহিদুল ইসলাম। তিনি জানান; সরকার আমাদের কথা চিন্তা করে এরকম সিদ্ধান্ত নিয়েছে।আমরা অনেক খুশি। আগামিতে রমজান মাস। পারিবারিক খরচের আর সংকোচবোধ থাকবেনা।

ফ্লাক্সিলোড ও বিকাশের দোকানদার আমিনুল ইসলাম। তিনি জানান; আমি এ ব্যবসা করেই সংসার চালাই। যদি এ দোকান বন্ধ থাকে তাহলে আমার পরিবারে অশান্তি বিরাজ করবে।

ফটোকপির দোকানদার তসলিম। তিনি জানান; সরকারের এমন উদ্যেগকে সাধুবাদ জানাই। আমি এ ব্যবসা করে জীবন চালাই। বাড়িতে বাবা মা একটা বন আছে। বাবার ঔষুদের টাকা পাইনি কদিন আগে। এখন দোকান খুলে যে ইনকাম হবে তা দিয়ে সকলের ভরণ পোষণ করতে পারবো।

কয়েকজন গার্মেন্টস দোকানীদের সাথে কথা বলে জানা যায়; আমরা সরকারকে ধন্যবাদ জানায়। সকলের সংসার আর জীবনের কথা চিন্তা করে এমন উদ্যেগ নিয়েছে। এখন আমরা নিয়মিত দোকান খুলবো স্বাস্থ্য বিধী মেনে।

ঐ প্রজ্ঞাপনে জানানো হয়; যদি শপিংমল আর দোকানী স্বাস্থ্য বিধী মেনে বেচাকেনা না হয়। তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে। আগের সব আইন চালু থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com