Apr 3, 2021

প্রেমের প্রস্তাব পাওয়ার পর কিশোরী নিরুদ্দেশ


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন থেকে ‘অপহৃত’ স্কুলছাত্রীর সন্ধান মেলেনি আড়াই মাসেও। অপহরণের অভিযোগে গত ১৮ জানুয়ারি সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। তবে এতদিনেও তার খোঁজ মিলেনি। কোন রকম সন্ধানের সুত্রও পাইনি পুলিশ।

ওই ছাত্রীর ভাই জানান, ‘আমার বোন কোথায় আছে, কী হয়েছে, এর কোনো বিষয়ই আমরা জানতে পারেনি। আত্বীয়- স্বজনদের বাড়িতে গত কয়েক মাসে আমরা নিজেদের মতো করে খুঁজেছি। তবুও আমার বোনের কোন খোঁজ মিলেনি। থানায় মামলা করা হয়েছে। কিন্তু পুলিশও কোনো কিছু করতে পারেনি।’ আমার বন বাড়িতে আড়াই মাস থেকে নেই'।

এজাহার সুত্রে জানা যায়, অপহরণের কিছুদিন আগে মেয়েটিকে স্কুলে যাচ্ছিলো। এ সময় জাকারিয়া নামের এক যুবক প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হলে অপহরণ করে বিয়ে করার হুমকি দেয়ও জাকারিয়া। বাড়িতে এসে ঐ কিশোরী তার বাবাকে সব বলেন। তার বাবা এধরণের উশৃঙ্খল কাজ করতে নিষেধ করেন। এ নিয়ে তার ওপর ক্ষিপ্ত হন ঐ বখাটে জাকারিয়া। এজাহারে আরও বলা হয়, ১৮ জানুয়ারি রাতে ওই ছাত্রীকে অপহরণ করেন জাকারিয়া ও তার সহযোগীরা।

মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই রনী সাহা জানান, মামলার পর থেকে অনেক চেষ্টা করেছি। মেয়েটিকে উদ্ধার বা অবস্থান নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি। সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন জানান; বিষয়টি নিয়ে আমি অবগত আছেন। ঐ ছাত্রীকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com