চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ইসলামপুরে জমিজামার জের নিয়ে দু-পক্ষে সংঘর্ষ হয়েছে। রবিবার (৭ মার্চ) সকালে ৭নং ওয়ার্ডের নতুন ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুগ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। গুরতর আহত হওয়ায় একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়। এ ঘটনায় সংবাদ লিখা পর্যন্ত আটক করা হয় ৫ জনকে
স্হানীয় সুত্রে জানা যায়; জামিজামার পূর্ব শত্রুতার জের চলছিলো দু-গ্রুপে । নতুন ইসলামপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে এখলাছুর রহমানের (৩৬) সাথে একই এলাকার আনছার আলীর (৩৭) সাথে সংঘর্ষ হয়। প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে অপর গ্রুপের উপর হামলা করে। এতে করে এখলাছুরের গ্রুপের ৫ জন আহত হয়। চিকিৎসার জন্য অধুনিক সদর হাসপাতালে আসে। কর্তব্যরত চিকিৎসক ৪ জনের সদর হাসপাতে চিকিৎসা সেবা প্রদান করে । একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে চান (৩৮) নামে একজনের শারীরিক অবস্হা আশঙ্কা জনক হওয়ায় রামেকে ( রাজশাহী মেডিকেল কলেজ) রেফার্ড করে।
প্রতিপক্ষ আনছার আলী গ্রুপের ৫ জন আহত হয়। তারা হলেন; নতুন ইসলামপুর এলাকার কাসেম উদ্দিনের ছেলে তাজিমুল ইসলাম (৪৫),তাসেম উদ্দিনের ছেলে রাকিব (৩৬),মৃত মমতাজ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), মৃত মেসের আলীর ছেলে মিজানুর রহমান (৪০),আজিজুর রহমানের ছেলে আঃ বাশির (২০)। এ ৫ জন অধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান; এ ঘটনাটি জমি জায়গা নিয়ে। পূর্বের শত্রুতার জের ধরে। সংবাদ লিখা পর্যন্ত কতজন আটক হয়েছে; এ মর্মে তিনি অফিসিয়াল কাজের সুবাদে সঠিক খবর দিতে পারেন নি। এছাড়াও সদর থানায় একাধিক বার যোগাযোগ করেও থানার কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

