চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় মহানন্দা নদীর পাড়ের ৫০ টি পরিবারকে পাউবো (পানি উন্নয়ন বোর্ড) হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বৈধ সম্পত্তি,বাড়ি ও স্হাপনা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের হয়রানীর অভিযোগ তুলে বেতবাড়িয়া,গোহালবাড়ী এলাকাবাসী ব্যানারে মানববন্ধান করেছে ভূক্তভোগীরা তাদের গ্রামে।
মানববন্ধানে বক্তারা বলেন; আমরা বেতবাড়িয়া গোহালবাড়ী এলাকার অসহায় খেটে খাওয়া ৫০ টি পরিবারের সাধারণ মানুষ। মহানন্দা নদীর পাশ দিয়ে গড়ে ওঠা গ্রামের সকলেরই বসবাস পৈত্রিক অথবা ক্রয়সূত্রে পাওয়া জমিতে। আমরা দীর্ঘদিন থেকে ভূমি অফিসের প্রায় প্রত্যেকের নামের নিয়মিত খারিজ-খাজনা চলমান দিয়ে আসছি । আমরা বিগত ৪০ বছর ধরে এসব জমিতে বসবাস করছি। এমনকি ১৯৭২ সালের রিকোর্ড অনুযায়ী সাধারণ মানুষই এসব সম্পত্তির প্রকৃত মালিক।
বক্তারা আরোও বলেন; গত ৬-৭ বছর থেকে ১৯৬৮ সালের অধিগ্রহণের (পুনর্বাসন বা উভয়ের বিনিময়ে প্রত্যাশী ব্যক্তি বা সংস্থার জন্য কোনো স্থাবর সম্পত্তির স্বত্ব ও দখল গ্রহণ) কথা বলে নিজেদের সম্পত্তি দাবি করে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড হয়রানী করছে। ১৯৭২ সালের রেকর্ড, জমির খানজা -খারিজ মানতে চাইনা পাউবো। বারবার বিভিন্ন অযুহাতে নোটিশ পাঠিয়ে এ দুগ্রামের জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। যদি আমরা এখানে অবৈধভাবে বসবাস করি তাহলে আমাদের কাছে কেন ইউনিয়ন ভূমি অফিস সাব রেজিস্ট্রারের কার্যালয় উপজেলা ভূমি অফিস খাজনা নেয়।
এ সময় মানববন্ধানে উপস্থিত ছিলেন; খাইরুল বাশার,সুঘু,ইকবাল আলী,আঃ আজিজ খাঁন,সেতারা বেগম,হাজেরা বেগমসহ দুগ্রামের বাসিন্দারা।

