Mar 31, 2021

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমির অনুষ্ঠিত


টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চের সামনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারী শাস্তির দাবিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে হত্যাকারীর গ্রেফতার শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান, জেলা উদিচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম ফারক,জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক শিল্পী আলাউদ্দিন আলী, জেলা শিল্পকলার নাট্য প্রশিক্ষক হাসানুজ্জামান, নৃত্য শিল্পী জেনাউর রহমান, ফাতেমাতুজ জোহরা সহ শিল্পী সাংস্কৃতিক সংগঠকরা।

উল্লেখ্য যে গত ২২ শে মার্চ টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে কন্যা শিশুর জন্মদেন এবং ২৭ শে মার্চ হাসপাতালের ১১ নং কেবিনে বিকাল তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং সেদিনই সিসিটিভির ফুটেজ দেখে নিহতের স্বামী দেলোয়ার হোসেন মিজান কে আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ভাই।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com