চাঁপাইনবাবগঞ্জের সাবেক ডিসি ও অতিরিক্ত সচিব (এলজিএসপি) সরদার সরাফত আলীর ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। দৈনিক চাঁপাই দর্পণ এর আয়োজনে শুক্রবার বিকেলে দর্পণ কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুহুল আমিন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি এনামুল হক তুফানের উপস্থাপনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁপাই চিত্রের নিজস্ব প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী, মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণের স্টাফ রিপোর্টার রবিউল আলম টুটুল, বিশিস্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ গিয়াস উদ্দীনসহ অন্যরা।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, স্বাধীন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মরসালিন হক, শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আনিসুর রহমান, দৈনিক চাঁপাই দর্পনের স্টাফ রিপোর্টার ইসাহাক আলী মিলন, দর্পণ পরিবারের সদস্য তরিকুল ইসলাম ছোটন, চাঁপাই দর্পনের কারিগরি সম্পাদক মিলন, প্রশাসনিক সম্পাদক মোসাঃ আনোয়ারা খাতুন, মিফতাহুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মোঃ ইসাহাক আলীসহ অন্যরা।শেষে মরহুম সরদার সরাফত আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্মরণ সভার আগে চাঁপাই দর্পণ পত্রিকার পক্ষ হতে কোরআনখানী ও মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
