জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে নানাবিধ কর্মসুচী হাতে নিয়েছে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ। মুক্তিযুদ্ধের মহান স্থপতি শেখ মুজিবুর রহমানকে মুজিব আদর্শকে জাগ্রত করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়-কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহন করে।
১৭ মার্চ বুধবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে জেলা স্টেডিয়ামে তোপধ্বনি অনুষ্ঠিত হবে। সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এইদিন সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে কেক কাটা হবে। সকাল ১০ টায় শিশু সমাবেশ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করবেন জেলা প্রশাসনসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন উপলক্ষে এইদিন সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। এছাড়াও একই সময়ে জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে প্রাক প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় শিশু দিবসে জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারের নিবাসীদের মাঝে দুপুরে মিষ্টান্ন ও উন্নতমানের খাবার বিতরণ করা হবে। এইদিন বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে। এছাড়াও জেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় সুবিধামত সময়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশেষ প্রার্থনা করা হবে। ১৭ মার্চ বুধবার বিকেল সাড়ে ৪ টায় কালেক্টরেট চত্বরের মুজিব মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এইদিন জেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তর ভবনের মাপ অনুযায়ী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো সম্বলিত নান্দনিক ড্রপডাউন ব্যানার, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে সজ্জিত করা হবে। ২৫ মার্চ বাদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন হতে ১০ দিনব্যাপী (১৭-২৬ মার্চ) সৌন্দর্যবর্ধন, সাজসজ্জা, আলোকসজ্জার ব্যবস্থা ও পরিস্কার –পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হবে।
এইদিন হতে ১০ দিনব্যাপী বিভিন্ন স্থানে স্থাপিত বড় এলইডি টিভিতে স্বাধীনতা ওবঙ্গবন্ধুর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শিত হবে। জাতীয় শিশু দিবসের দিন হতে ১০ দিনব্যাপী (১৭-২৬ মার্চ) কালেক্টরেট চত্বরে সুবিধামত সময়ে আতজবাজির আয়োজন করা হবে। এছাড়াও ১০ দিনব্যাপী (১৭-২৬ মার্চ) জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান সম্প্রচার, বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টরী প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং কলেজের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দেয়ালিকা পত্রিকা প্রদর্শণীর আয়োজন করা হবে।
জেলা প্রশাসন জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসুচী গ্রহণ করা হয়েছে। দিবসটি উপযাপনের লক্ষ্যে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে জেলা প্রশাসনের সকল কর্মসুচীতে স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য জেলাবাসীকে আমন্ত্রণ জানিয়েছে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ।
