Mar 8, 2021

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত


জেলা প্রশাসন:
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) কে এম তাজকির উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) মোসাঃ রাজিয়া সুলতানা, প্রফেসর মনোয়ারা খাতুন, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ শাহিদা জামান, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা, প্রমুখ। বক্তারা নারীর ক্ষমতায়ন নারীর অধিকার নিয়ে আলোচনা করেন। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান উপস্থিত থাকা বক্তারা।


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে র‍্যালী বের হয়ে শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে আবার একই স্হানে এসে শেষ হয়। র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর মেয়র নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন; নারীর স্বাধীনতা/ অধিকার মানে এই নই যে,তারা যেভাবে খুশি সেভাবে চলবে,  বেপর্দা হয়ে চলা ফিরা করবে। ইসলামে নারীকে যতটুকু অধিকার দিতে বলেছে আমরা যদি ততটুকু দিতে পারি, তাহলে ইনশাল্লাহ সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। এ সময় উপস্হিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তারা। 

নাচোল উপজেলা: 

“করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে”র নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে “নারী দিবসের” উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ নারী দিবসের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, নারী পুরুষের সমতা নিয়ে বক্তব্য রাখেন, বে-সরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক (টেকসই প্রকল্প) কানিজ হুসনা আফরোজা পলি। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা খাদিজা খাতুন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেছেন, ডাসকো ফাউন্ডেশন, উদ্দীপনসহ দেশীয় ও আন্তর্জাতিক এনজিও সমুহ।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com