মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পতাকা সম্বলিত সাইকেল র্যা লি হয়েছে। জেলা প্রশাসনের রোববার সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বরে এ র্যা লির উদ্বোধন করা হয় এবং র্যা লিটি জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে গিয়ে শেষ হয়। জাতীয় পতাকা সম্বলিত র্যা লিটি উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্কাউটস লিডার এবং সদস্যবৃন্দ। র্যা লিটিতে ৪ শতাধিক সাইকেল নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটস সদস্যরা অংশগ্রহন করে। র্যা লিটির সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলা স্কাউটস ও রোভার স্কাউটস অফিসারগণ।
Mar 21, 2021
সংবাদটি শেয়ার করুন:
Author: ডেক্স রিপোর্ট verified_user
ই-মেইল: amarchapaibd@gmail.com
এ বিভাগের আরো সংবাদ
- Blog Comments
- Facebook Comments
