Mar 7, 2021

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আলোচনা সভা


চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে। রোববার (৭ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ( কালেক্টার চত্তর) সামনে বঙ্গবন্ধু মঞ্চে এ সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  তাজকির উজ- জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম।

জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালের সঞ্চালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন; নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রোফেসর মনোয়ারা খাতুন,নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাযহারুল ইসলাম তরু, উপ-সহকারী প্রার্ণী সম্পদ কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আঃ সামাদ বকুল প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

জেলায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মোট ৬০ জনকে পুরুষ্কার বিতরণ করা হয়। সন্ধায় একই স্হানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com