গত দু'দিন চাঁপাইনবাবগঞ্জে করােনা মুক্ত থাকার পর বুধবার (১০ মার্চ) রাতে আবারাে নতুন করে ৫ জন করােনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়। এদের মধ্যে সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর
উপজেলার বাসিন্দা রয়েছেন। ৫ জনের মধ্যে
রয়েছেন চারজন পুরুষ ও একজন নারী। বৃহস্পতিবার (১১মার্চ) সকালে এ সংবাদ নিশ্চিত করে সিভিল সার্জন।
জেলা সিভিল সার্জন জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দু'দিন করােনা রােগী শুণ্য ছিল। বুধবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ১৯ টি নমূনার পরীক্ষায় ৫ জনের শরীরে করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় ৮২৯ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮১০ জন। মারা গেছেন ১৪ জন ।এ ছাড়া জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ১৬১ জনের নমুনা সংগ্রহ হয়েছে। সকল নমূণারই ফলাফল পাওয়া গেছে। গত ২০ফেব্রুয়ারী জেলায় সর্বশেষ একজন শনাক্ত হবার টানা ২০ দিন পর জেলায় নতুন করে আবারও সংক্রমণ শনাক্ত হল বলে জানান সিভিল সার্জন।
এদিকে সিভিল সার্জন আরাে বলেন,জেলায়
অব্যহত হারে করােনা টীকা গ্রহণকারী ব্যাক্তি ও
টীকা গ্রহণের জন্য নিবন্ধনকারীদের সংখ্যা
বাড়ছে। বুধবার (১০ মার্চ) পর্যন্ত জেলার ৫
উপজেলায় টীকা নিয়েছেন ২৯ হাজার ১৬০ জন। এদিন দুপুর পর্যন্ত জেলায় নিবন্ধন করেছেন ৩৭ হাজার ৭৯২ জন।
