চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর পদে নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ককটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে মর্দানা-আইয়ুব বাজারে এ ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় জানান গেল এক বছর আগে পালিয়ে থাকা অর্ধশত মানুষ নিজ গ্রাম মর্দানায় প্রবেশ করলে সন্ধার দিকে উটপাখি প্রতীকের প্রার্থীর গোলাম আজমের সমর্থকরা তাদের উপর ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের সমর্থকরা ককটেল ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। পরে পালিয়ে থাকা লোকজন উটপাখি প্রতীকের সমর্থকদের গ্রাম থেকে বিতাড়িত করে দেয়।
উটপাখি প্রতীকের প্রার্থী গোলাম আজম জানান; প্রতিপক্ষ পানির বোতলের প্রার্থী খাইরুল আলম জেমের বেশ কয়েকজন সমর্থক ককটেল ফটিয়ে এলাকায় বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে।
প্রতিপক্ষ পানির বোতলের প্রার্থী খাইরুল আলম জেম জানান, নির্বাচনকে কেন্দ্র করে আমার সমর্থকরা এলাকায় প্রবেশ করলে উটপাখি প্রতীকের লোকজন অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এঘটনায় আমরা জড়িত নই।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে । এখন পরিস্থিতি শান্ত।
ভোট গ্রহণ করা হবে ৩১ মার্চ রোজ বুধবার।
