Mar 9, 2021

মানব সেবায় রহনপুরে খাবার বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 
প্রায় ৪০ দিন ধরে অব্যাহতভাবে রাতের খাবার বিতরণ করে চলেছেন “২০-২১ মানবতার সেবায় রহনপুর” ফেরিওয়ালা সংগঠনটি। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সঙ্গে থাকা আত্মীয়- স্বজন,ঘুরে বেড়ানো ভবঘুরে ছিন্নমূল মানুষদের হাতে প্রতিদিন রাতের খাবার তুলে দেন এ সংগঠনটি। 

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে মানবসেবার এ ফেরিওয়ালা সংগঠনটি রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সঙ্গে থাকা আত্মীয়- স্বজনের কাছে খাবার বিতরণ করেন। এ সময় সংগঠনটির আহবায়ক ও পৌর কাউন্সির মোস্তাফিজুর রহমান জেম, মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মেসবাউল হক,সংগঠনের সদস্য তৌহিদ খান, রিফাত জামান, সুমন, আমিনুল ইসলাম আমিন ও অনু সাহা উপস্থিত ছিলেন।

সংগঠনটির আহ্বায়ক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম বলেন,অব্যাহতভাবে মানবসেবায় কাজ করে যেতে চাই এ সংসঠনটি। প্রায় ৪০ দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স রোগী ও স্বজনকে খাবার দেয়াসহ রহনপুর পৌর এলাকার ভবঘুরে ও ছিন্নমূলদের খাবার সরবরাহ করা হচ্ছে । এ কার্যক্রম আগামীতে অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। (০১৩২২৩৩৩৫২২ বিকাশ, নগদ, রকেট ) সংগঠনের এ নাম্বারে পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com