Mar 31, 2021

চাঁপাইনবাবগঞ্জে ফের দুজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুজনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামেলি (১৮) নামে একগৃহবধূর আত্মহত্যা করেছে। অন্যদিকে শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় তোবজুল (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। দুটো ঘটনা সকালে ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকায় চামেলি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে চাদলায় এলাকার মিলনের স্ত্রী। আজ বুধবার সকাল ১০টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে চামেলির শশুর বাড়ির লোকজন। সদর মডেল থানার এসআই আবু হাসান ঘটনাটি নিশ্চিত করে জানায় আইনুযায়ী ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তাতান্তর করা হবে।

অন্যদিকে; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তোবজুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলার মনাকষা সাহাপাড় সড়কের গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোবজুল উপজেলার ভবানিপুর কামতপাড়া গ্রামের কশিমুদ্দিনের ছেলে। এসময় আরও তিনজন আহত হয়েছেন। শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ বলেন, ‘ব্যাটারি চালিত অটোরিকশা যোগে তোবজুল ডাক্তার দেখানোর জন্য মনাকষা যাচ্ছিলেন। তিনি স্থানীয় যোপলপুর নামক স্থানে ট্রলি ও অটোরিকশার সংর্ঘষ হয় এতে ঘটনা স্থলেই মারা যান তোবাজুল। তিনি আরও জানান, অটোরিকশার চালকসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com