সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের বেসরকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান রফিক সোনামুনি পাঠশালার আয়োজনে শিশু দিবস পালিত হয়েছে। আজ বুধবার (১৭ মার্চ) সকালে সোনামুনিদের পাঠশালায় এ দিবস পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন; স্কুলের প্রতিষ্ঠাতা চা বিক্রেতা রফিকুল আলম, প্রধান শিক্ষক ফরমান আলী,সহকারী শিক্ষিকা রৌশন আরা খাতুন,সহকারী শিক্ষিকা শামশন নাহার,সহকারী শিক্ষিকা ফাহমিদা খাতুন,সহকারী শিক্ষিকা নুর আখতার জাহান ও শিক্ষার্থীরা।
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ঠাকুর পালশা এলাকায় অবস্থত একটি বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান।

