Mar 15, 2021

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্প মেলার উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জে তাঁত বস্ত্র, হস্ত কুটির শিল্প মেলা-২০২১ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত ৮টায় জেলা স্টেডিয়ামে (পুরাতন স্টেডিয়াম) জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক)। এসময় উপস্থিত ছিলেন, এনডিসি মোহম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভুমি) সদর আনিসুর রহমান,সহকারী কমিশনার রওশনা জাহান, চন্দন কর, এস এম আশিস মোমতাজ, আশিকুর রহমান, মোঃ তৌফিক আজিজ, মিঠুন মৈত্র, শাহানাজ পারভীন ও শারমিন আক্তার রিমা, জুবায়ের জাহাঙ্গীর, ক্রীড়া সংগঠক আজমাল হোসেন, মশিউর রহমান মিঠু, বাবলু, মেলা পরিচালনা কমিটির সদস্য বেনজির আহমেদ, আব্দুল কাইউম, সোহাগসহ অন্যরা। উদ্বোধনের পর তাজকির-উজ-জামান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় তিনি গণমাধ্যমকে জানান, করোনাজনিত কারণে সরকারের সকল প্রোগ্রাম নিয়মিতভাবে পরিচালনা করতে পারিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে মাথায় রেখে এবং যে সকল তরুন উদ্যোক্তা ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদেরকে পুণর্বাসন করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ মেলা আগামী ১৩ এপ্রিল শেষ হবে। এ মেলার জন্য মাত্র ১০টাকা প্রবেশ মুল্য রাখা হয়েছে, যাতে সকল ধরনের মানুষ নিরবিচ্ছিন্নভাবে আনন্দ উপভোগ করতে পারে। এমেলায় প্রবেশ করতে মাস্ক পরে আসতে হবে, সরকারি স্বাস্থবিধি মেনে চলতে হবে এবং হাত ধুয়ে প্রবেশ করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ হতে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এসকল শর্তে মেলা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে। তরুন উদ্যোক্তা ও ক্ষুদ্র উদ্যোক্তাগণ এমেলায় অংশগ্রহন করার সুযোগ পাবে। তিনি বলেন, এমেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

মেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য বেনজির আহমেদ বলেন, মেলায় ৮০টি স্টল রয়েছে। তাঁত বস্ত্র, কুটির শিল্প, কসমেটিকস, ফাস্টফুডসহ বিভিন্ন ধরনের স্টল রয়েছে এ মেলায়। তাছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। ওই রাইডস উপভোগ করতে আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আগামী ২০ মার্চের মধ্যে মেলাটি জাকজমক উপভোগ্য হয়ে উঠবে। মেলায় প্রচুর দর্শক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com