Mar 25, 2021

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫ লাখ বাড়িতে গেছে আমন্ত্রণপত্র


চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণ করে রাখতে দশ দিনব্যাপী কর্মসূচির বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। উদ্যোগের অংশ হিসেবে এবার চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আমন্ত্রণপত্র। জেলাবাসীকে সম্মান জানানোর জন্য প্রায় সাড়ে ৫ লাখ বাড়িতে যাবে আমন্ত্রণপত্র।জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের নামে এই আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে এবং গত সোমবার থেকে বিলি করা শুরু হয়েছে আমন্ত্রণপত্র গুলো । সাড়ে ৫ লাখ আমন্ত্রণপত্রের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে বিলি করা হবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান নিশ্চিত করেছেন।

তিনি বলেন- গ্রাম পুলিশ, ছাত্রলীগ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন মাধ্যমে এইসব আমন্ত্রণপত্র বিলি করা হবে। আমন্ত্রণপত্রে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জেলা প্রশাসন গৃহীত কর্মসূচির পাশাপাশি থাকছে জেলা প্রশাসকের বক্তব্য। তাঁর বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা জীবিত বীর মুক্তিযোদ্ধা, ১৫ আগস্টের কালরাতে শত্রুর নির্মম বুলেটের আঘাতে শহীদ হওয়া, স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারবর্গ এবং নভেম্বর ঢাকার কারাগারে নির্মমভাবে হত্যার শিকার শহীদ জাতীয় চার নেতাকে স্মরণ শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন, এই জেলার মাটিতে শায়িত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাগণকে।


এছাড়াওবিজয়ের রঙে রাঙাবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশস্লোগানে আমন্ত্রণপত্রে তুলে ধরা হয়েছে জাতীয় স্থানীয় উন্নয়ন চিত্র। যেমন ; মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, অত্যাধুনিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল, কর্ণফুলী টানেল উল্লেখযোগ্য।
আমন্ত্রণপত্রে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের উন্নয়নের ধারায় সাবেক গৌড়ের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলায়ও ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের অন্যতম স্থলবন্দর সোনামসজিদকে আধুনিকায়ন করার কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বিলভাতিয়াকে ঘিরে গ্রহণ করা হয়েছে আধুনিক এগ্রোবেজড ইকোনোমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ, যা এই অঞ্চলের কৃষি শিল্পে বিপ্লব ঘটাতে সাহায্য করবে। মহানন্দা নদীর ওপর নির্মাণ করা হয়েছে শেখ হাসিনা সেতু এবং নির্মিত হচ্ছে রাবার ড্যাম। আধুনিক সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। রেলপথে যোগাযোগের উন্নয়ন হিসেবে সারাদেশের সাথে আন্তঃনগর ট্রেন যোগাযোগ চালু হয়েছে। জেলায় নান্দনিক পাসপোর্ট ভবন, যুব উন্নয়ন ভবন, বাফার গুদাম ইত্যাদি নির্মাণ করা হয়েছে। ৬টি মডেল মসজিদের নির্মাণ কাজ সমাপ্তির পথে। নির্মাণ করা হয়েছে আধুনিকমানের ম্যাংগো মার্কেট। আমের রাজধানীতে উৎপাদিত ক্ষিরসাপাত দেশের তৃতীয় জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। এই জেলায় সর্বমোট ৫৬ হাাজর ৭৯৫ জনকে বয়স্ক ভাতা, ২১ হাজার ৬৫৭ জনকে বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, ২৫ হাজার ১৭০ জনকে প্রতিবন্ধী ভাতা, হাজার ৮৮৯ জনকে মাতৃত্বকালীন ভাতা, হাজার ২০৬ জনকে চল্লিশ দিনের কর্মসূচির আওতায় সহায়তা দেয়া হচ্ছে। গৃহহীনদের জন্য হাজার ৩৮৯টি জমিসহ ঘর প্রদান করা হয়েছে, হাজার ৪৭৮টি ঘর নির্মাণ চলছে। এই জেলার সকল গৃহহীনদের জন্য বছরেই গৃহ নির্মাণ করে দেয়া হবে।


আমন্ত্রণপত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার হারানো সংস্কৃতি, লোকগীতি, গম্ভীরা, আলকাপ, খেলাধুলা ইত্যাদিকে জীবিত করার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পদ্মা, মহানন্দা, পুনর্ভবা পাগলা বিধৌত এবং ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির লীলাভূমি, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা। রেশম শিল্পের সূতিকাগার, কাঁসা শিল্প, নকশিকাঁথা, বাংলাদেশের দৃষ্টিনন্দন পুরাকীর্তি ছোট সোনামসজিদ, তাহখানা, প্রকৃতির লীলাভূমি বাবুডাইং চাঁপাইনবাবগঞ্জকে করেছে সারাদেশে অনন্য।


আমন্ত্রণপত্রের পরিশেষে জেলা প্রশাসক বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একসঙ্গে পঞ্চাশ হাজার জাতীয় পতাকা উত্তোলনসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংযুক্ত সূচি মোতাবেক মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে সকল অনুষ্ঠানে যোগদানের জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।


জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন-স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে জেলার প্রতিটি মানুষের দাওয়াত পাওয়া উচিত। তাই গ্রাম বাংলার মানুষগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানোর ব্যবস্থা করেছি। আজ ২৬ মার্চ আশা করি সকলের বাড়িতে আমন্ত্রণ পত্রটি পৌঁছিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com