মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন কারার প্রতিবাদ ও অসামঞ্জস্যতা সংশোধন এ- ৩ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (কালেক্টরেট চত্তর) বাংলাদেশইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইনঞ্জিয়ার্সের (আইডিইবি) আয়োজনে মানববন্ধন কর্মসুচী টি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন; সর্বশেষ প্রকাশিত গেজেটে জাতীয় স্বার্থ পরিস্থিতি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন উপ-ধারাসমূহ সংশোধনপূর্বক পুনরায় গেজেট জরুরী ভিত্তিতে প্রকাশ করতে হবে। ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার জন্য যৌক্তিকভাবে প্রয়োজনীয় ক্রেডিট ওয়েভার দিয়ে দেশের সকল পাবলিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ বছর থেকে আড়াই বছরে ডিগ্রী ইঞ্জিনিয়ারিং করার সুযোগ করে দিতে হবে। বর্তমান সরকার ২০১৪,২০১৬,২০১৮ সালসহ সর্বশেষ ২০২০ সালের ২ ফেব্রয়ারী আইডিইবি'র জাতীয় সম্মেলনে আমাদের দাবীগুলো পক্ষে মতামত দিলেও এখনো তা বাস্তবয়ান হয়নি। চলতি বছরে ১১ ফেব্রুয়ারী গণপূর্ত মন্ত্রণালয় কতৃক বিএনবিসি'র গেজেটে অনেক ধারায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার ও সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।
এ মানববন্ধন থেকে আমরা দাবী জানাচ্ছি; আমাদের দাবীগুলল অযৌক্তিক নয়। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি। এ সময় বক্তব্য রাখেন; আইডিইবির জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য রোকনুজ্জামান, সাইফুল ইসলাম, ইম্পেরিয়াল পলিটেকনিকের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সওজের কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময়
উপস্থিত ছিলেন;
আইডিইবির সমন্বয়ক আহসানুল ইসলাম,সরকারী পকিটেকনিকের ছাত্র
ইলেক্ট্রনিক বিভাগের ছাত্র
সাইফুল
ইসলাম,সিভিল ইনঞ্জিয়ার্স বিভাগের শিক্ষার্থী আবুজার
গিফারী,
মাহবুব
হোসেন,ইম্পেরিয়াল পলিটেকনিকের শিক্ষার্থী ইমন পারভেজসহ জেলার
পলিটেকনিকের শিক্ষার্থীরা।

