চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সকালে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হয়। কেক কেটে জাতীয় শিশু দিবস পালন করা হয়। র্যালী বের করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন; জেলা আওয়ামীলীগের সাদারণ সম্পাদক আঃ ওদুদ, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ মোখলেসুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, পৌর আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল জলিল, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ বকুল,জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক হালিমা বেগম,এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। কালেক্টার চত্তরের বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর স্মরণে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও কেক কেটে শিশু দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ-জামান,জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ বকুলসহ জেলার প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারসহ অতিরিক্ত ম্যাজিস্ট্রেটবৃন্দ।
জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন; জেলা পুলিশ সুপার এ.এইচ.এম আব্দুর রকিব,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার ( হেড-কোয়াটার) ফজল ই- খুদা, ইকবাল হোসেনসহ জেলা পুলিশের সদস্যরা।
জেলা ছাত্রলীগের আয়োজনে শিশু দিবস উপলক্ষে একটি র্যালী বের হয় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের থেকে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষেপ করে। এ সময় উপস্থিত ছিলেন; জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রেজা ইমন,সভাপতি নাহিদ শিকদার,সাদারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ,সাব্বির রহমানসহ অন্যান্যরা।
উপজেলা প্রশাসনের অয়োজনে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা ও মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।




