২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে সদর হাসপাতালের তত্বাবধায়কের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন; বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ হারুনুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোমিনুল হক,জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, ডাাঃ নাদিম সরকারসহ হাসপাতালে ব্যবস্হাপনা কমিটির সদস্যরা।
আলোচনা সভায় সভাপতিত্বের বক্তবে সাংসদ হারুন বলেন; কোন রোগী যেন সেবা নিয়ে প্রশ্ন না তুলে।হাসপাতালে সকলের সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তাই করা হবে; কিন্তু সবাই যেন চিকিৎসা পায়। রোগীদের সাথে নার্সদের সদাচারণ করা। কোন রোগীর স্বজনরা সেবা নিতে এসে যেনো বিড়ম্বনায় না পড়ো। এতে হাসপাতালের ব্যবস্হাপনা কমিটির মানক্ষুন্ন হবে।
