চাঁপাইনবাবগঞ্জ জেলা আয়োজনে সোমবার (২২ মার্চ) দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (কালেক্টার চত্তর) সকাল সাড়ে ১০ টায় নকশিকাঁথা শিল্পীদের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর চিত্র ফুটিয়ে তোলার উৎসবের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাহবুবা এ উৎসবে অংশ গ্রহন করেন। তার সুই-সেলাইয়ের ফোঁড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি এঁকেছেন। প্রতিবেদক কে জানান; সারাদেশ ব্যাপী চাঁপাইনবাবগঞ্জের নকশিকাঁথার সুনাম রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নকশিকাঁথার মাঝে স্বাধীনতার চিত্র ফুটিয়ে তোলার উৎসবে অংশগ্রহণ করতে পেরে নিজেকে আনন্দিত লাগছে। মহিলা সংস্হার শেফা তিনিও এ উৎসবে অংশ গ্রহণ করেছে। তার নকশিকাঁথায় স্বাধিনতার চিত্র তুলে ধরেছে। সে প্রতিবেদককে জানায়; আমি খুবই আনন্দিত যে; জেলা প্রশাসন এমন একটি ব্যতিক্রম আয়োজনের জন্য।
জেলা মহিলা সংস্হার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা জানান; নকশিকাঁথা চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহবাহী। যা সারাদেশে বিখ্যাত। জেলা প্রশাসনের এমন উদ্দেগকে সাধুবাদ জানাই। জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক সাহিদা আখতার প্রতিবেদককে জানায়; স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ আয়োজন করা হয়। এ নকশিকাঁথার উৎসবে ৮০জন মহিলা আংশ গ্রহণ করেছে। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানায়; আমি এ জেলাতে আসার আগেই নকশিকাঁথার নাম শুনেছি। সুই-সুতোঁর ফোঁড়ে এ কাঁথা বানানো হয় মহিলাদের নিজস্ব হাতে। এ জেলার ঐতিহ্যকে ধরে রাখতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
এ মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন; জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,সহকারী কমিশনার চন্দন কর, রুহুল আমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার,প্রোগাম অফিসার উম্মে সুমাইয়া,আকসানা পারভিন প্রমুখ।
