চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে ঘুড়ি উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে বারঘোরিয়া (দৃষ্টিনন্দন পার্ক) এ ঘুড়ি উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়। বারোঘরিয়ায় চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। প্রধান অতিথি ছিলেন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সহধর্মিণী রওনক আরা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ-জামান, সহকারী কমিশনার (সাদারণ শাখা) রুহুল আমিন,সদর উপজেলার ইউএনও নাজমুল ইসলাম সরকার, সহকারী কমিশনার ( এনডিসি) রবিন মিয়া,জেলা শিল্পকলার কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল,নাট্য প্রশিক্ষন হাসানুজ্জামান, দেবীনগরের ইউপি চেয়ারম্যান আঃরহিম,অনুপনগর চেয়ারম্যান সেরাজুল ইসলাম,ইসলামপুর ইউপির চেয়ারম্যান আখতারুজ্জামান টিপু,শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।
এ সময় ৫০ জন ঘুড়ি উঠানোর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
