চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি সংক্রান্ত বিরোধ জেরে সংঘর্ষে ২জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বহরইল গ্রামের মৃত সাহেবজানের ছেলে মহবুল আলম(৬০) ও তার ছেলে আল আমিন (২১)। আহতদেরকে নাচোল হাসপাতালে ভর্তি করলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী রামেক হাসপাতালে রেফার্ড করে।
আহত মহবুলের ছেলে রিমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শনিবার বেলা ১১ টার দিকে রেলের জমিতে কাজ করার সময় আপন ভাই ভাতিজারা ধারালো অস্ত্রসস্ত্র সহকারে হামলা চালিয়ে মহবুল আলমের মাথায় কোপ ও পায়ের রগ কেটে দেয়। সেই সাথে তার ছেলেকেও বে-ধড়ক পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পুলিশ আমনুরা বাইলকা পাড়ার মৃত সাহেব জান বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান (৬৫) টং পাড়ার মানিকের স্ত্রী তাজরিন (৩০) ও বহরইল গ্রামের সাইফুল ইসলাম এর স্ত্রী ববি(৪৫)কে আটক করেছে। এ বিষয়ে জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বাদি জানান।
