Mar 30, 2021

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল


স্বাধীনতা দিবসে অগণতান্ত্রিক সরকারের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১০টায় নাচোলে এ বিক্ষোভ মিছিল হয়। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নাচোল সরকারি কলেজ গেট (মধ্যবাজার) হতে শুরু হয়ে নাচোল রেল স্টেশনে গিয়ে শেষ হয়।

এসময়, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোশাদ্দেকুর রহমান, জেলা যুবদল সভাপতি তবিউর রহমান তারিফ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক দুরুল হোদাসহ জেলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। মিছিল শেষে নাচোল রেলস্টেশনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com