Feb 13, 2021

চাঁপাইনবাবগঞ্জে মৎস্য চাষীদের মতবিনিময় সভা


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন সমুহের মৎস্য চাষী ও ফিলদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলার মাছের পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্র। শনিবার দুপুরে মাছের পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের চত্বরে এ মতবিনিময় সভা হয়। এ্যাড. এবিএম সাইদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ মোসলেমা বেগম মুসি, মাছের পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের সভাপতি মোঃ ফরমান আলী, সহ-সভাপতি মোঃ সোহরাব আলী, নারী উদ্যোক্তা উম্মে জোহরা, শ্যামলী খাতুন ও শামীম আরা শিমুসহ অন্যরা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাছের পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত আলী। আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিস্টেন্ট সুকুমার রায়, বারঘরিয়া ইউনিয়নের লিফ বর্নলতা সাহা, ঝিলিম ইউনিয়নের লিফ তরিকুল ইসলাম, রানীহাটি ইউনিয়নের লিফ আব্দুল ওদুদসহ অন্যরা।

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তারা মৎস্য চাষের বিভিন্ন অসুবিধা ও বাধার কথা তুলে ধরে তা উত্তরনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com