চাঁপাইনবাবগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার (২২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় জেলা প্রশাসক মন্জরুল হাফিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ-জামান,জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, আঞ্চলিক উদ্যাণতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, চাঁঃপৌঃ মেয়র নজরুল ইসলাম,সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার,চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাবিব আল রাব্বি,এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তদের কর্মকর্তাগণ।
জেলা সদরের বাইরের কাজগুলো নিয়মিত তদারকি করতে হবে যাতে অনিয়মন না হয়, পৌর নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহের নিশ্চিত করা,জেলায় নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকগুলো দ্রুত নির্মাণ কাজ শেষ করে,জনসেবা নিশ্চিত করা। বিষমুক্ত সবজি উৎপাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে,আম,গম ও যাবতীয় শস্য আবাদে কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান ও উঠান বৈঠক অব্যাহত রাখা। মাছে ফরমালিন ব্যবহার প্রতিরোধ এবং জাটকা ধরা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ নানান উন্নয়নদিক নিয়ে আলোচনা করা হয়।
