Feb 4, 2021

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৫লাখ টাকা চুরি


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর মোড়ে এক দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ভাই ভাই ট্রেডার্স নামের ওই দোকানের উপরের টিন কেটে মুল্যবান জিনিসপত্র ও ক্যাশ বাক্স হতে নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোর। 

বুধবার দিবাগত গভীর রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এমর্মে দোকান মালিক সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়,বুধবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায় ভাই ভাই ট্রেডাসের মালিক মোঃ মাহফুজুর রহমান (৫০)। তারপরই রাতের কোন এক সময় দোকানের উপরের টিন কেটে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ও নগদ ১ লক্ষ ২ হাজার ২০ টাকা নিয়ে যায় চোরেরা। এবিষয়ে দোকান মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের গণকা গ্রামের মৃত এহসান আলী বিশ্বাসের ছেলে মাহফুজুর জানান, তার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এমর্মে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম এবিষয়ে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন ওসি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার কথা জানান আমিরুল।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com