Feb 23, 2021

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী বইমেলা সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী বইমেলার সমাপ্ত হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বিকেলে এমেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনদিনব্যাপী এ বইমেলার সমাপ্তি ঘোষনা করা হয়েছে।


মেলায় ১৮টি স্টল অংশগ্রহন করে। সরেজমিনে মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, কয়েকটি দোকানে ভিড় করছেন শিশু ও তাদের অভিভাবকবৃন্দ।
বিক্রি ভাল না হওয়ায় এক বিক্রেতা বলেন, সময় কম এবং ক্রেতা আকৃষ্ট করা না গেলে ব্যবসা করা যাবেনা। তিনি আয়োজকদের ক্রেতা বাড়াতে কার্যকরী ভুমিকা নিয়ে পরবর্তীতে বইমেলা আয়োজন করার আহবান জানান।

অন্য এক বিক্রেতা বলেন, কপিরাইট বই মেলায় কম দামে পাওয়া যাচ্ছে। একারণে অরিজিনাল বই ক্রেতা কিনতে চাচ্ছেনা। কারণ কপিরাইট বই যেখানে ৬০-৬৫% কমিশনে বই বিক্রি করছে, সেক্ষেত্রে উনি ৩০% এর বেশী কমিশন দিতে পারছেন না। তিনি বলেন, মানুষ ভাল মানের বই বেশী দামে কিনতে চায়না, তাই তার বিক্রি হতাশাজনক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কপিরাইটের বিষয়টি আয়োজক কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা পাননি।
তবে, সামনে এধরনের বই মেলা আয়োজন করতে হলে ক্রেতা আকৃষ্ট করতে কার্যকরী ভুমিকা এবং সময় বৃদ্ধি করতে হবে বলে জানান এক ক্রেতা।

সন্ধ্যার আগেই স্টল বন্ধ করার নির্দেশনা থাকলেও শেষ দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com