Feb 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ছাত্রদের সড়ক অবরোধ


চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়কে অবরোধ করেন। বৃহঃপ্রতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধা পর্যন্ত শিক্ষার্থীদের সড়কে অবরোধ চলতে থাকে। অবরোধ কারী শিক্ষার্থীরা বলেন; সড়ক দূর্ঘটনায় আমরা আমাদের দু সহপাঠী মোস্তাফিজুর ও মিনারুল কে হারিয়েছি। আমাদের দাবী একটায় আমরা ঐ ঘাতক ট্রাক চালকের ফাঁসি চায়। প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধে রাস্তায় যানজট শুরু হয়। মাহিরুল নামে এক পলিটেকনিকের শিক্ষার্থী ক্ষোভ নিয়ে বলেন; আমরা কোন দেশে বসবাস করছি,আমাদের রাস্তায় চলাফেরা করতেও ভয় লাগে। কেন এতো সড়কে জীবন দিতে হয়। সরকার কেন ব্যবস্হা করেনা।নিরাপদ সড়কের ব্যবস্হা করা সরকরের কর্তব্য।

আঃ আহাদ নামের এক শিক্ষার্থী  আপেক্ষ করে বলেন; আমরা তো কোন সরকারী বাস ভবন চাইনি। চেয়েছি নিরাপদ সড়ক। আজ আমাদের দুভাই সড়কে নিহত হলো। এর দায় ভার কে নিবে।
এ মর্মে সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন; আজ বেলা সাড়ে ১১টায় পরিক্ষা শেষে দু পলিটেকনিকের শিক্ষার্থী বাড়ি ফিরার পথে ট্রাক চাপায় নিহত হয়। সেই ক্ষোভে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও,চালকটি পালিয়ে যাওয়ার কারনে আটক করা হয়নি। সড়ক অবরোধে উপস্থিত ছিলেন; ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ,সাফি ইসলাম ও পলিটেকনিকে প্রায় সাড়ে ৩শ জন শিক্ষার্থী বৃন্দ। 

উল্লেখ; আজ বেলা সাড়ে ১১টায় মহানন্দা টোল  প্লাজায় দ্রতগামী একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়। বিকালে তাদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com