চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অন্তর্ভুক্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় শহরস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারন সভা অনুষ্ঠিত হয়
এ সময় উপস্থিত ছিলেন;ট্রাক ,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি গোলাম আজম,সহ-সভাপতি হুমায়ুন কবীর,সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সাধারণ সভায় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরী, ও কার্ভাড শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। মধ্যাহ্নবিরতির পর বিগত ১৮ মাসের হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়।

