চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাটে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক। রোববার দুপুরে এক অভিযানে খাদ্য পাটজাত বস্তায় না রাখার অপরাধে ২ জনকে ৬ হাজার টাকা করে এবং ৩ জনকে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার চন্দন কর ও আশিষ মমতাজ এ অভিযান পরিচালনা করেন। সহকারী কমিশনার চন্দন কর বলেন, ১৯টি খাদ্য পণ্য পাটজাত বস্তায় রাখার আইন অমান্য করে প্লাষ্টিক বস্তায় রাখার অপরাধে বটতলাহাটের ৫ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
