চাঁপাইনবাবগঞ্জে একটি ট্রাক গতিবেগ হারিয়ে টোল ঘরে ঢুকে গেছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল ঘরে ঢুকে যায় ট্রাকটি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেতুর পশ্চিম দিক (বারঘরিয়া) ট্রাকটি সেতু পার হয়ে টোল দেয়ার জন্য দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ট্রাকটির ব্রেকে কাজ না করায় চালক গতিবেগ হারিয়ে ফেলে। ফলে ট্রাকটি বাম দিকে চেপে গিয়ে টোল প্লাজার অফিস ঘরে ঢুকে যায়। তবে এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এবিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এটা দুর্ঘটনা নয়, ট্রাকটির একটি চাকা রাস্তা হতে নীচে নেমে গেলে নিয়ন্ত্রন হারিয়ে টোল ঘরের পিলারে ধাক্কা মারে। এতে পিলারটি ভেঙ্গে যায় এবং ট্রাকটিও ক্ষতিগ্রস্থ হয়। তিনি জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
