Feb 23, 2021

চাঁপাইনবাবগঞ্জে ফের সড়ক দূর্ঘটনায় নিহত ২জন





চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের রানিহাটিতে ট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাক চালক ও এর সহকারীকে আটক করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহতরা হলেন,শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য রাশেদ আলীর ছেলে রহিম আলী (২৩ ) এবং একই এলাকার মালেক- উজ্জামান (বাবু) ছেলে আ: হামিদ(২২)।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে সোনামসজিদ গামী একটি খালি ট্রাক সোনামসজিদ অভিমুখে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ২ মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ঘাতক ট্রাকের ডান পাশের অংশে প্রচন্ড ধাক্কায় মোটরসাইকেল টি দুমড়ে মুচড়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ডালিম ও এর সহকারী কাশেম কে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com