Feb 16, 2021

চাঁপাইনবাবগঞ্জে আঃ রাজ্জাকের সমর্থকরা উত্তাল


চাঁপাইনবাবগঞ্জে আহলে হাদিস নেতা আঃ রাজ্জাক বিন ইউসুফের উপর অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়েছে সমর্থকরা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার দেবীনগরের ধুলাউড়ি হাটে হামলার প্রতিবাদে মানববন্ধান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন; আঃ রাজ্জাকের ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,দেবীনগরের চেয়ারম্যান আঃ রহিম,মাদরাসাতুস সালাফিয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,দেবিনগর দ্বিমুখী সরকারী বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক আবু বকর,শিক্ষক কাশুমৌদ্দিনসহ আহলে হাদিসের নেতা কর্মীরা।

সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে আহলে হাদিস নেতা, বাংলাদেশের সহিহ আকিদার অন্যতম আলেম ও ইসলামী বক্তা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িবহরে হামলা হয়। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামবাজার আল ফুরকান মসজিদে জোহরের নামাজ আদায় করে সিলেটে ফেরার পথে হামলার শিকার হন। আগামী কাল দুপুর ৩ টায় আল-জামিয়া সালাফিয়াহ মাদ্রাসায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে রাজশাহীর আহলে হাদিস নেতারা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com