Feb 28, 2021

চাঁপাইনবাবগঞ্জে ফের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে ফের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার  (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকার শ্রীরামপুরের আবাদি জমি ড্রেনের পাশ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, (২৭ ফেব্রুয়ারি) রাতে আবাদি জমির পাশের ড্রেনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। মরদেহটিকে কেউ চিনতে পারিনি। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে। সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন; মৃত্য ব্যক্তির পরিচয় মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ অধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com