Feb 13, 2021

চাঁপাইয়ে বন্ধ ট্রেন চালুর দাবিতে ফের মানববন্ধন


বন্ধ ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখা। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এ মানববন্ধন হয়।

সদর উপজেলা জাসদের সভাপতি আবু হেনা বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সাবেক জাসদ নেতা এ্যাড. সোহরাব হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, পৌর জাসদের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, শ্রমিক নেতা সাজেমান আলীসহ অন্যরা।

মানবন্ধনটি সঞ্চালনায় ছিলেন, ছাত্রলীগ (জাসদ) জেলা সভাপতি আব্দুল মজিদ।মানববন্ধনে বক্তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হওয়া সকল ট্রেন অবিলম্বে চালু করার দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com