চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে সুমন আলী (৩৫) নামে এক্যক্তি নিহত হয়েছে। তিনি পিড়াশন এলাকার ইউসুফ আলীর ছেলে। পেশায় তিনি ট্রাক চালক। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলার বোগলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়; নিহত ট্রাক চালক সুমন আলী ট্রাকে করে মটি বোঝায় করে নিয়ে গন্তব্য স্হলে পৌঁছানোর জন্য রওনা হলে,বোগলা নামক স্হানে দূর্ঘটনা বশত ট্রাকটি উল্টে যায়। চালকের উপর সম্পূর্ণ ট্রাকটি চাপা পড়ে যাওয়ায়। চালক সুমন ঘটনা স্হলে নিহত হয়।
গোমস্তাপুর থানা পুলিশ জানায়; চালক সুমনের মৃত্যুদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানায় ওসি।
