চাঁপাইনবাবগঞ্জে খাস জমির সরকারী গাছ কেটে নিজেদের গাছ লাগিয়ে জায়গাটি দখলের অভিযোগ উঠেছে। জেলার শিবগঞ্জ উপজেলার বাঘিতলা এলাকায় একটি ক্লাবের সভাপতির বিরুদ্ধে এ অভিযোগ উঠছে। মঙ্গলবার বিকেলে একরামুল হক খুদি যুব উন্নয়ন ক্লাবের সভাপতি ১১ টি সরকারী গাছ বিক্রির পর ক্রেতা ঐ গাছগুলো কাটা আরম্ভ করলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় ভূমি অফিস কেটে ফেলা ঐ গাছগুলো জব্দ করে।
স্থানীয়রা জানায় , ক্লাবের পাশ দিয়ে বহমান নদীর ধারে সরকারী খাস জায়গার নিম ও পিঠালীর ১১ টি গাছ একই এলাকার শিবনারায়নপুর গ্রামের মতিউর রহমানের কাছে বিক্রি করেন ক্লাবের সভাপতি মাসুদ রানা। মঙ্গলবার বিকেলে ৫টি গাছ কাটার পর বিষয়টি জানাজানি হলে কানসাট তহসিল অফিস থেকে সরজমিনে গিয়ে গাছ কাটা বন্ধ করে এবং কাটা গাছগুলো জব্দ করে।
সরজমিনে গিয়ে দেখা যায় কেটে নেয়া গাছগুলোর উপরে মেহগনি গাছ লাগিয়ে এবং কাটা গাছগুলোর গোড়ার উপরে মাটি দিয়ে বন্ধ করে দেয় ক্লাবের কয়েকজন সদস্য। এর আগে কানসাট এলাকার স্থানীয় ২ সংবাদ কর্মীর সাথে ক্লাব সদস্যদের সংবাদ সংগ্রহ করা নিয়ে তর্ক বিতর্ক হয়।
মেহগনি গাছ লাগানোর সময় ক্লাবের এক সদস্য মাসুদ জানান, বনোজ গাছ গুলো কেটে এখানে মেহগনি গাছ লাগানো হচ্ছে।এ জায়গাটি দেকভাল করে ক্লাব তাই ক্লাবের পক্ষ থেকে গাছগুলো কাটা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী আহসান হাবিব জানান, গাছগুলো যারা কাটছে অবৈধভাবে কাটছে।এ টা ঠিক হয়নি। উল্টো তিনি প্রশ্ন রাখেন গাছগুলো কাটার অনুমতি কে দিয়েছে?
অন্যদিকে ক্রেতা মতিউর রহমান জানান ক্লাবের সভাপতি মাসুদ রানা গাছগুলো তার কাছে বিক্রি করায় তিনি এ গাছগুলো কাটছেন ।
এ ব্যাপারে কানসাট তহসিল অফিসের তহসিলদার মো: নুরুল ইসলাম মোবারকপুর তহসিল অফিসের বরাত দিয়ে জানান, চকহরিরাম মৌজার ১ নম্বর খতিয়ানের ১২১ নং দাগের ৩৭ শতাংশ খালের জমির উপর ১১ টি গাছ অবৈধভাবে বিক্রির পর কাটার সময় খবর পেয়ে বাধা দেয়া হয়েছে এবং কেটে নেয়া গাছগুলো জব্দ করে এ নিয়ে উর্দ্ধতন কতৃপক্ষ কে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে ক্লাবের সভাপতি মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেটে নেয়া গাছের জায়গায় মেহগনি গাছ লাগানো হবে। সরকারী কাছ কাটার নিয়মের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,”মিশটেক হয়ে গেছে।”
অন্যদিকে শিবগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার সাকিব আল রাব্বি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সরকারী গাছ কোনভাবেই কেউ কাটতে পারেনা।যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
