Jan 12, 2021

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ বিজিবির

 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্ত এলাকায় ২০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন)। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ শীতবস্ত্রগুলো বিতরণ করেন। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।


শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান এবং বাখের আলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শওকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন- সীমান্ত রক্ষা ছাড়াও দেশের অভ্যন্তরীণ যে কোনো দুর্যোগ মোকাবেলায় বিজিবি সর্বদা নিয়োজিত। এছাড়া দেশের মানুষের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময় মানবিক। এরই ধারাবাহিকতায় ‘ফকির গ্রুপ ফাউন্ডেশন’ হতে প্রাপ্ত ২০০টি কম্বল বাখের আলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত শীতবস্ত্র হিসেবে হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হলো।



অন্যদিকে,চাঁপাইনবাবগঞ্জে  রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)এর  আয়োজনে ফকির গ্রুপ এর সহযোগিতায় সীমান্তের অসহায় ও  দারিদ্র ১৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।   মঙ্গলবার দিনব্যাপী চাকপাড়া বিওপি ক্যাম্পের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিবির রাজশাহী সেক্টর কামান্ডার কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান, চকপাড়া বিওপির নায়েব সুবেদার মো. রেনু মিয়া, ২নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদে'র চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মল হক কম্পানী কমান্ডারগণ, বিওপি কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  এসময় সেক্টর কামান্ডার কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ বলেন, সীমান্ত এলাকার মানুষ বরাবরের মতো এখনো বিজিবির পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে।
তাই আমরাও চেষ্টা করছি তাদের সুখে দুঃখে সঙ্গে থাকার।  সে কারণে ব্যক্তিগত উদ্যোগ এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সীমান্ত এলাকার দুস্থদের আমরা সামান্য কিছু কম্বল উপহার দিচ্ছি। তবে প্রায় সীমান্ত এলাকায় মাদক জিরো টলারেন্সে নেমে এসেছে আর সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্যই। তাই এমন ভাবে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com