Jan 30, 2021

সারাদেশে রচনা প্রতিযোগিতায় চাঁপাই জেলা ২য় স্থানে


জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিতবঙ্গবন্ধু মানবাধিকারশীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি মঙ্গলবার দুপুরে জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত জুম কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জাতীয়

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। জুম কনফারেন্সে রাজশাহী বিভাগের পক্ষে অংশগ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা। উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম কনফারেন্সে যোগদান করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী এএনএম মঈনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর . শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকিউল ইসলাম, সদও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান

শিক্ষক রোকসানা আহমদসহ অন্যরা। জুম কনফারেন্সে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, ইউএনডিপি বাংলাদেশ প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, শেরপুর জেলা প্রশাসক পটুয়াখালী জেলা প্রশাসকসহ অন্যরা। আরও উপস্থিত ছিলেন,চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীন, গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা.মরিয়ম খাতুন শিক্ষক সাকিল রেজা, আনসার ভিডিপি সহকারী কমান্ডান্ট মো. হুমায়ূন কবীর, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক মোহা. আখতারুজ্জামানসহ বিজয়ী ছাত্র-ছাত্রীদেও অভিভাবক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

জুম কনফারেন্সের মাধ্যমে রচনা প্রতিযোগিতার বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে জেলার নাচোল উপজেলার এশিয়ান স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র মো. মোবাশ্বের আলী তৃতীয় স্থান

অধিকারকারী রাজশাহী জেলার সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আয়েশা আলীমা। প্রধান অতিথি . শিরীন শারমিন চেšধুরীর পক্ষে তাদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ সনদ তুলে দেন অতিথিবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com