চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে কিশোর গ্যাং এর অতিষ্ঠে জেলাবাসী। সচেতন মহল চায় ঝটিকা অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। জেলার সদর উপজেলার নবাবগঞ্জ সরকারী কলেজ,পিটিআই,অক্টয়মোড়,শিশু পার্ক,গাবতলা মোড়,প্রফেসর পাড়া,শান্তি মোড়,উদয়ন মোড়,হুজরাপুর,পুরাতন জেল খানা মোড়,ওলটন মোড়,মাঝ পাড়া,হরতিকি তলা,ঢাকা বাসস্টান্ড,রেল বাগান,আলীনগর,বিদিরপুর,মিল্কি পাড়া,শেয়ালা কলোনী,ফায়ারসার্ভিস মোড়,বটতলা হাট,নতুনহাট,চৌমহনী,বারঘোরিয়া ব্রিজ চত্তর,নতুন ব্রীজ,চরি,হায়াত মোড়।
শিবগঞ্জ উপজেলার,ইসরাইল মোড়,গার্লস মোড়,একাডেমী মোড়,বেকী মোড়,পাইলিং মোড়,মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ডার মার্কেটের দোতলা,পদ্মা হলের পিছনে,কাড়িপট্রি,শিবগঞ্জ স্টেডিয়াম,লালুর চাতাল,কালুপুর পাইকোড়তলা,দূর্লভপুর,ভান্ডার,শেরপুর,শ্যামপুর,মনাকষা,মাস্তান মোড়,সাহাপাড়া,ক্যাপড়্যাটোলা,আদিনা কলেজ মোড়। নাচোল উপজেলার,ফতেপুর,খলসী,টাকাহাড়া,কসবা,নাচোল বাজার,নেজামপুর বাজার,আব্দালপুর,বড় বাকইল,হাট-বাকইল,সোনাইচন্ডি। ভোলাহাট উপজেলার,কলেজ মোড়,চর ধরমপুর,বজরাটেক। গোমস্তাপুর উপজেলার,রেলস্টেশন,কালুপুর,মাষ্টারপাড়া,কলোনী,বাগানপাড়া,হামিদ পাড়া। উল্লেখিত স্হানগুলোতে প্রতিনিয়ত চলে কিশোর গ্যাং এর আড্ডা। কোন কিশোরী ও যুবতী মেয়েকে দেখলে নানান অশ্লীল ভাষা প্রয়োগ করে। আত্মসম্মানের তাকিয়ে মেয়েটিও মাথা নিচু করে চলে যায় তাঁর গন্তব্য স্হলে।
আমার চাঁপাইয়ের নিজস্ব প্রতিবেদক; জেলার কালেক্টরেট শিশু পার্কের সামন দিয়ে যাচ্ছিলো সংবাদ সংগ্রহ করতে গ্রীণ ভিউ স্কুলে।শিশু পার্কের ভিতরে কিশোর গ্যাং এর একটি দল দুটো কলেজ পড়ুয়া যুবতীকে বিরক্ত করে। প্রতিবেদক তাদের দিকে অগ্রসর হলে তারা স্হান ত্যাগ করে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু অভিভাবক আমার চাঁপাই'র নিজস্ব প্রতিবেদককে জানায়; উঠতি বয়সের ছেলেরা অযথা মেয়েদের হয়রানী করে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কিশোর গ্যাং'র সকল অনৈতিক কর্মকান্ড রুখতে ঝটিকা অভিযান করার জন্য অনুরোধ জানালেন।
সচেতন মহলের লোকেরা বলছেন;স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা সংঙ্গ দোষের কারনে আজ তাদের বাবা সন্তাদের ভবিষ্যৎ নিয়ে বেশির ভাগই চিন্তিত। ছেলেটা যখন বাসা থেকে কোথাও বের হয়,অভিভাবক বলে দেয়,খবরদার খারাপ ছেলেদের সঙ্গী হবি না। জীবন ধ্বংস হয়ে যাবে।কিশোর গ্যাং এর ছেলেরা অল্প বয়সে মাদকাসক্তি হওয়ার কারনে অল্পবয়সেই তাদের মস্তিষ্ক বিকৃত হচ্ছে। কৌতুহলের কারনে তারা মাদক সেবন করছেন। এবং মাদক ব্যবসায়ীরাও সক্রীয় হয়ে উঠছে। এবং কোন কোন শিক্ষার্থী বেশি টাকার লোভে মাদক ব্যবসাও করছেন।আমার চাঁপাই'র নির্বাহী সম্পাদক সাংবাদিক আখতারুজ্জামান বলেন; আইন শৃঙ্খলাবানিহী যদি কিশোর গ্যাং এর অনৈতিক কর্মকান্ড রুখতে চায়,তাহলে অভিযান চালিয়ে আটক করে শিক্ষা দিতে হবে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান খাঁনের কাছে জেলার কিশোর গ্যাং কত শতাংশ মাদকাসক্তি। জবাবে পরিদর্শক বলেন;জেলার কিশোর গ্যাং এর অধিকাংশই মাদকাসক্তি।