Jan 3, 2021

শিবগঞ্জ পৌরসভার তফসিল ঘোষণা

চতুর্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে শিবগঞ্জ পৌরসভাসহ মোট ৫৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।


রবিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পৌরসভা নির্বাচনের চতুর্থ দফার এই তফসিল ঘোষণা করেন। এ ধাপে পৌরসভাগুলোতে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী । মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।

নির্বাচন কমিশন সূত্র জানা যায়, সারাদেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এর আগে গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি, গত ৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি ও ১৪ ডিসেম্বর ৬৪ টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রথম ধাপে পৌরসভাগুলোতে আগামী ২৮ ডিসেম্বর, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি ও তৃতীয় ধাপে ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারী।

 চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভার নির্বাচন হবে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। এর মধ্যে চার ধাপে ২০৬টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি পৌরসভাগুলোতেও নির্বাচন হয়ে যাবে।

উল্লেখ্য, শিবগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৪ হাজার ৪'শ ১৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২’শ ২৮ জন ও মহিলা ভোটার ১২ হাজার ১’শ ১৯ জন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com