প্রতি বছরের ন্যায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকালে শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সমিতির জেলা সভাপতি আলহাজ্ব জয়নুল ইসলাম।
জেলা সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সঞ্চলনায় সভায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম কবির, সদস্য জিন্নুর রহমান, ওমর ফারুক, মাসুদুজ্জামান, কামরুজ্জামানসহ অন্যরা।
সভায় অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানানো হয়। সভায় সমিতির নীতিমালা মেনে চলতে সকল সদস্যদের প্রতি আহবান জানানো হয়। সভা শেষে দেশের এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোহা. আশরাফ আলী।
