Jan 5, 2021

চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ছিনতায়ের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোববার সন্ধ্যায় ভুক্তভোগী একই ইউনিয়নের চকশ্রীরামপুরের মাইফুল ইসলামের ছেলে জুয়েল আলী বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য জিয়াউর রহমান।

অভিযোগে জানা গেছে, গত শনিবার ভোরে জুয়েলের ব্যবহৃত এইচএফ ডিলাক্স মোটরসাইকেল নিয়ে বরই কেনার জন্য বাড়ি থেকে বের হন। দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড় এলাকায় পৌঁছামাত্র তাকে এলোপাথাড়িভাবে মারপিট শুরু করে দানিয়ালগাছী গ্রামের মৃত ইউসুফের ছেলে আবদুস সামাদ, আহাদ ও ইউপি সদস্য জিয়াউর রহমান। এ সময় তার ব্যবহৃত এইচএফ ডিলাক্স মোটরসাইকেলটি ছিনিয়ে নেন তারা। ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, অভিযোগের কোন ভিত্তি নেই। তবে বিষয়টির তিনি প্রতিকার চেয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পক্ষের মধ্যে আর্থিক সংক্রান্ত বিষয় রয়েছে। এটি সমাধানের চেষ্টা চলছে।

সুত্রঃচাঁপাই চিত্র
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com