এক মায়ের পেটে থেকে ভুমিষ্ট হলো শরীর জোড়া লাগানো জমজ সন্তান।চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিরপুর এলাকার বাসিন্দার শ্রমিক রুবেলে স্ত্রী আঙ্গুরী বেগমের গর্ভ থেকে ভুমিষ্ট হয়। সোমবার (১১ জানুয়ারী) রামেকে অপারেশন করে শরীর জোড়া জমজ বাচ্চার জন্ম হয়।
শ্রমিক রুবেল জানায়; বর্তমানে বাচ্চা দুটি বাড়িতে আছে। ডাক্তার দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছে। নতুবা বাচ্চা দুটি কে বাচাঁনো যাবে না। আর্থিক সামর্থ্য না থাকায় ঢাকা নিয়ে যেতে পারছেনা পরিবার। তাই সরকার বা সামর্থ্যবানদের কাছে সহযোগিতা কামনা করছেন।
