চাঁপাইনবাবগঞ্জে ফের নতুন করে আওয়ামীলীগ পরিবারে ক্ষোভ সৃষ্টি হয়েছে।আজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপির কর্মসুচী কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সিমান্ত হত্যার প্রতিবাদে কালো পতাকা উত্তলোন,কালো ব্যাচ ধারন ও সমাবেশ অনুষ্ঠিত হয় শহরস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে।এতে করে প্রতিবাদ সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের সাংসদ হারুন অর রশিদসহ মঞ্চে দাড়িয়ে বক্তব্য দেওয়া সকল নেতারা জুতা পায়ে দিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ,ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সাবেক ছাত্রলীগের সভাপতি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুল রেজা ইমন তার ফেসবুক টাইমলাইনে স্টাটাস দিয়ে বলেন;"বঙ্গবন্ধুকে সন্মান দিবেননা আমরা জানি, আপনার কাছে আশাও করিনা কিন্তু অসন্মান করবেন এটা মেনে নিব না। আপনার এই ঘৃণ্য কর্মকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনার জাতীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ"।
এদিকে সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি শাহনেওয়াজ দুলাল তার ফেসবুক টাইমলাইনে স্টাটাস দেন;বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী খুনি জিয়ার দল,বিএনপি চাঁপাইনবাবগঞ্জে জুতা সেন্ডেল পরে কার সাহসে বঙ্গবন্ধু মঞ্চে উঠে জাতির জনকের কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিষোদগার করে।বঙ্গবন্ধু মঞ্চে এভাবে জুতা পায়ে উঠা অবমাননাকর। সদর উপজেলা যুব লীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি"।
এমর্মে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃওদুদ বলেন;এটি একটি দুঃখজনক ঘটনা।এরকম জঘন্নতম আচারনে প্রতিবাদ জানাচ্ছি।এ ঘটনাটি কেন্দ্রকে জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি সাংসদ হারুনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও বক্তব্য পাওয়া যায়নি।


